রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাসে পতাকা উত্তোলন অনুষ্ঠান

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ৩:১২ পিএম

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে ৯৮ কম্পোজিট বিগ্রেডের অধিনস্থ নবগঠিত ১৫ আরই ব্যাটালিয়নের পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিবিশনের জিওসি মেজর জেনারেল সাকিল আহমেদ।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সেনানিবাসের বিগ্রেডিয়ার জেনারেল আলী রেজা মোহাম্মদ আসাদুজ্জামান, বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুব আহমদ চৌধুরী প্রমুখ।
কুজকাওয়াজ প্রদর্শন করেন প্যারেড কমান্ডার মেজর শাহনেওয়াজ মাহমুদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন