চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে তিন হাজার অস্বচ্ছল শিক্ষার্থীদের ইন্টারনেট ডিভাইস ক্রয়ের জন্য শিক্ষা ঋণ দিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব ঋণ দেয়া হবে। ইতোমধ্যে প্রত্যেক বিভাগ থেকে অস্বচ্ছল শিক্ষার্থীদের তালিকা ইউজিসিতে পাঠানো হয়েছে।
ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবু তাহের ইনকিলাবকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক অস্বচ্ছল শিক্ষার্থীকে ইউজিসির পক্ষ থেকে আট হাজার টাকা করে বিনা সুদে ঋণ দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষ হওয়ার আগে কিস্তিতে কিংবা এককালীন এই টাকা শোধ করতে হবে। করোনাকালে অনলাইন ক্লাসের জন্য এ বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন