শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাঙামাটি থেকে : | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই কিশোর বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ১৫ বছর বয়সী আদনান ও সৈয়দ মোস্তাহিদ মাহমুদ। গতকাল দুপুর ১২টার সময় রাঙামাটি শহরের কেরানি পাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে আদনান রাঙামাটি বনবিভাগের বন সংরক্ষক কার্যালয়ে কর্মরত সুবেদার ইসলামের সন্তান। অপরজন স্থানীয় বাসিন্দা লিয়াকতের ছেলে। তারা রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, দুই বন্ধু সাইকেলযোগে কেরানি পাহাড় এলাকায় কাপ্তাই তীরে গিয়ে গোসল করতে হ্রদের পানিতে নামে। এ সময় সাঁতার না জানা এক বন্ধু ডুবতে থাকলে অপরজন তাকে বাঁচাতে এগিয়ে গেলে দু’জনই হ্রদের পানির নিচে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা রাঙামাটি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে খবর দিলে তারা এসে দুপুর দেড়টার সময় এক পুলিশ সদস্যর সহযোগিতায় দুইজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন