শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশালে বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

দেশের নিম্ন আদালতের কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান এবং ব্লক পদ বিলুপ্ত করে যুগপোযোগী পদ সৃষ্টি ও পদোন্নতির বিধান রেখে নিয়োগ নীতিমালা প্রণয়নের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে আদালতের কর্মচারীরা। বিক্ষোভ শেষে তারা তিন দফা দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোশিয়েশন বরিশাল শাখার আয়োজনে গতকাল জেলা জজ আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে তারা বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোশিয়েশন বরিশাল শাখার সভাপতি মাইকেল আশীষ সিনহা বলেন, তারা বিচার বিভাগীয় কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবি তুলে ধরেছেন। সরকার দাবি মেনে না নিলে লাগাতার আন্দোলন কর্মসূচি পালনের কথাও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন