শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টাঙ্গাইলে ট্রাক চাপায় নিহত ৩

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার দাসপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দেলদুয়ার উপজেলার বানালিয়া গ্রামের আব্দুল বারেক এর ছেলে শুভ আহমেদ সানি, টাঙ্গাইল সদর উপজেলার কাগমারি এলাকার আব্দুল মান্নানের মেয়ে মমতা হিরা সুকন্যা ও করটিয়া বাইপাস এলাকার বাপ্পী।

নিহতের চাচা মিরাজুল ইসলাম জানান, গতকাল রাতে মুঠোফোনে খবর পাই আমার ভাতিজি টাঙ্গাইল থেকে নাগরপুর যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। পরে আমরা লাশ আনতে নাগরপুর থানায় যাই। নাগরপুর থানার ওসি তদন্ত বাহালুল খান জানান, নাগরপুর থেকে আরিচাগামী একটি ট্রাক উপজেলার দাসপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।
দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের লাশ থানায় রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন