দাউদকান্দি উপজেলা সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে ১০ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড কর্মকর্তা। গতকাল (বুধবার) বিকেলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাখরাবাদ গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে এ সংযোগ বিচ্ছিন্ন করেন।
বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের গৌরীপুর অঞ্চলের ইনচার্জ প্রকৌশলী কমল ঘোষ জানান, দাউদকান্দি উপজেলার ঢাকারগাঁও হতে গয়েশ্বপুর, জুরানপুর ও গোয়ালমারী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এলাকার প্রভাবশালী একটি মহল ডিমান্ড নোট (অনুমতিপত্র) না করেই রাতের আঁধারে অবৈধভাবে গ্যাস লাইন স্থাপন করে। যার ফলে সরকার লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। সরকারকে ফাঁকি দিয়ে অবৈধভাবে কয়েক শতাধিক গ্যাস সংযোগ দেয়ায় এ লাইন বিচ্ছিন্ন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন