স্টাফ রিপোর্টার : রাজধানীর রামপুরা ও ভাটারা এলাকায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, ইয়াবা ট্যাবলেট এবং চেতনানাশক ওষুধসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে অস্ত্রসহ মনির, লিটন, মোঃ সায়েম, মামুন, ইয়াবাসহ শেখ ভুলু মিয়া, জাহিদুল ইসলাম ও শহিদুল্লাহ সানিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ১টি বিদেশী পিস্তল, ৩ টি ধারালো অস্ত্র এবং ১টি সিএনজি চালিত চোরাই অটোরিকশাসহ ১৩শ’ ইয়াবা ও অজ্ঞান করার ট্যাবলেট। রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, রামপুরার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী আপন খান ও এনায়েত কাজ শেষ করে অফিসে ফেরার পথে ছিনতাইয়ের কবলে পড়ে। এ সময় পুলিশ দ্রæত গিয়ে মনির, লিটন, সায়েম ও মামুন নামে ৪ ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেফতার করে। একই এলাকার ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জাহিদ ও শহিদুল ইসলাম সানি নামে দুই মাদক ব্যবসায়ীকে ৩শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। অন্যদিকে ভাটারা এলাকায় অভিযান চালিয়ে চোরাই সিএনজি চালিত অটোরিশকাসহ ভুলু মিয়া নামে অজ্ঞান পার্টির এক সদস্যকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা করা হয় ১ হাজার পিস অজ্ঞান করার ট্যাবলেট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন