কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে বিভিন্ন নদ-নদীতে ৩/৪ ফুট পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল বুধবার সকালে গভীর সমুদ্র থেকে মাছ ধরা শেষে তীরে ফিরে আসার পথে উত্তাল ঢেউয়ের তা-বে এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এছাড়া আরো ১৪/১৫টি মাছ ধরা ট্রলারের এখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি। নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় ইতোমধ্যে বেশিরভাগ মাছ ধরা ট্রলার উপজেলার শিববাড়িয়া নদী, ঢোস, খালগোরাসহ উপকূলের বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। এদিকে পায়রা সমুদ্র বন্দর এলাকায় তিন নম্বর সর্তকতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন