শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পদত্যাগের ঘোষণা হংকংয়ের গণতন্ত্রপন্থি আইনপ্রণেতাদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

তাদের চার সহকর্মীকে অপসারণের প্রতিবাদে হংকংয়ের গণতন্ত্রপন্থি আইনপ্রণেতারা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার চীনের পার্লামেন্ট একটি প্রস্তাব পাস করে যেটিতে বলা হয়েছে, আইনপ্রণেতারা অযোগ্য বিবেচিত হবেন যদি তারা হংকংয়ের স্বাধীনতাকে সমর্থন করে, নগরীটির ওপর চীনের সার্বভৌমত্ব অস্বীকার করে, নগরীর বিষয়গুলোতে হস্তক্ষেপ করার জন্য বিদেশি শক্তিগুলোকে আহŸান জানায় কিংবা অন্য কোনোভাবে জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়। প্রস্তাবে নগর কর্তৃপক্ষকে আদালতের শরাণপন্ন না হয়েই আইন প্রণেতাদের বরখাস্ত করার ক্ষমতা দেওয়া হয়। এরপর বুধবারই হংকংয়ের কর্তৃপক্ষ নতুন এই আইনের অধীনে নগরীর আইন পরিষদের চার বিরোধীদলীয় সদস্যকে বরখাস্ত করে। বেইজিং এই চার জনকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছিল। এর প্রতিক্রিয়ায় ওই দিনই চার সহকর্মীর প্রতি সংহতি প্রকাশ করে আইন সভার গণতন্ত্রপন্থি বলে পরিচিত বিরোধীদলীয় ১৫ জন সদস্য পদত্যাগের ঘোষণা দেন। বৃহস্পতিবার এই আইনপ্রণেতারা নগরীর আইন পরিষদের অধিবেশনে যোগ দেননি বলে জানিয়েছে বিবিসি। হংকংয়ের ৭০ আসনের আইন পরিষদে ২১ জন বিরোধীদলীয় সদস্য ছিলেন। এদের মধ্যে চার জনকে বরাখাস্ত ও আরও ১৫ জন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এখন মাত্র দুই জন আইন পরিষদে আছেন। পদত্যাগকারী আইন প্রণেতারা বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার চীনের হংকং ও ম্যাকাও দপ্তর এই গণপদত্যাগের নিন্দা করে একে ‘প্রহসন’ বলে বর্ণনা করেছে এবং এই পদক্ষেপকে চীনের সরকারের কর্তৃত্ব ও হংকংয়ের ম‚ল আইনের বিরুদ্ধে ‘প্রকাশ্য চ্যালেঞ্জ’ বলে অভিহিত করেছে। বিবিসি, রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন