বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সৈয়দ মইনুদ্দীন হাসানীর ওরশ আজ মাইজভা-ারে

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা : শাহসুফি সৈয়দ গোলামুর রহমান আল-হাসানী; আল-মাইজভা-ারী (ক:) কেবলার পৌত্র; মাইজভা-ারী ত্বরীকতের দিক্পাল, শাহ্সুফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানী; আল-মাইজভা-ারীর (ক:) দু’দিনব্যাপী বার্ষিক ওরশ শরীফের আজ বৃহস্পতিবার প্রধান দিবস ও আখেরী মুনাজাত। এ ওরশকে কেন্দ্র করে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত যানবাহন নিয়ে লাখো ভক্ত-জনতা ইতোমধ্যে মাইজভা-ার দরবার শরীফে সমবেত হয়েছে। ভক্ত-জনতার মাজার জিয়ারত, জিকির-আজকার এবং ছেমা-কাওয়ালিতে সমগ্র দরবার শরীফে ভিন্ন আমেজ বিরাজ করছে। ওরশ শরীফকে কেন্দ্র করে বিশাল এলাকাজুড়ে বসেছে মেলা। মেলায় মৌসুমি দোকানিরা বিভিন্ন পসরা সাজিয়ে ক্রেতা আকর্ষণে হাঁকডাক করছে। বিকি-কিনিও চলছে হরদম। আজ ওরশ শরীফের শেষ দিনে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভা-ারীয়া গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, মাজারে নতুন গিলাফ চড়ানো, আলোচনা, ওয়াজ ও মিলাদ মাহফিল। সবশেষে আখেরী মুনাজাত পরিচালনা করবেন হুজুর কেবলার স্থলাভিষিক্ত সাজ্জাদানশীন শাহ্সুফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী; আল-মাইজভা-ারী (ম:জি:আ:)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন