হত্যা মামলায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে পিবিআই গত বুধবার রাতে বাজিতপুর বাজারের হাজী ইলয়াস রোড থেকে গ্রেফতার করেছে। এর দু’সপ্তাহ আগে ওই হত্যা মামলার সন্দেহভাজন দুই আসামি বাজিতপুর সদরের দড়িঘাগটিয়ার নান্টু মিয়া ও আল আমিনকে গ্রেফতার করে পিবিআই। দুই আসামি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানায়, ২০১৭ সালের ২৭ জুন রাতে তারা দুজনসহ চার-পাঁচজন মিলে বাজিতপুরের শিমুলতলার ব্যবসায়ী মো. লায়েছকে হত্যা করতে যায়। কিন্তু তারা লায়েছের বদলে তার ছোট ভাই সাচ্চু মিয়াকে কুপিয়ে হত্যা করে। পিবিআইয়ের ইন্সপেক্টর ও সাচ্চু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মজিবুর রহমান জানান, নান্টু ও আল আমিন দুজনই আদালতকে হত্যার হুকুম ও অর্থ বিনেয়োগকারী হিসেবে বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের নাম প্রকাশ করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন