শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নির্বাচনের মান আরো নিচে নেমে গেছে : প্রেস ব্রিফিংয়ে ইসি মাহবুব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন মোটেই অংশগ্রহণমূলক হয়নি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশীদারমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে ক্ষমতার হস্তান্তর স্বাভাবিক হতে পারে না। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলে দেশের স্থিতিশীলতা ব্যাহত, সামাজিক অস্থিরতা ও ব্যক্তির নৈরাশ্য বৃদ্ধি পায়। এর ফলে নৈরাশ্য থেকে নৈরাজ্য সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচন পর্যবেক্ষণ শেষে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনে নিকুঞ্জ, খিলক্ষেত ও উত্তরার ১৪টি কেন্দ্রের ৭০টি বুথ পরিদর্শন করেছি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমার ধারণা হয়েছে, একাদশ সংসদ নির্বাচনের চেয়ে এই নির্বাচনের মান আরো নিচে নেমে গেছে। নির্বাচন মোটেই অংশগ্রহণমূলক হয়নি।’

তিনি বলেন, সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আমি বিরোধী দলের কোনো পোলিং এজেন্টকে কেন্দ্রে দেখিনি। কেবল কুর্মিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলক্ষেতের ভোটকেন্দ্রে একটি বুথে নারী পোলিং এজেন্টের উপস্থিতি দেখতে পাই। পুরো নির্বাচনী এলাকায় একটি দলের পোস্টার, প্ল্যাকার্ড ও বিলবোর্ড দেখা গেছে। যা আচরণবিধি অনুযায়ী নির্বাচনের পূর্বে তুলে ফেলা উচিৎ ছিল।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে আমি কেবল প্রার্থীর বা দলের জয়পরাজয় বলে মনে করি না। নির্বাচন হচ্ছে-গণতন্ত্রে উত্তরণের একমাত্র অবলম্বন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশীদারমূলক ও গ্রহণযোগ্য না হলে ক্ষমতার হস্তান্তর স্বাভাবিক হতে পারে না।

তিনি বলেন, নৈরাজ্য প্রবণতা কোনো গণতান্ত্রিক দেশের জন্য মোটেই কাম্য নয়। আমি নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রত্যাশা করি। তা না হলে দেশ অনিশ্চিত গন্তব্যের দিকে অগ্রসর হতে পারে।

গত ১৩ জুন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় ঢাকা-১৮ আসন। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) মবিবুল্লাহ বাহার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
মোহাম্মদ জাকির হোসেন স্বপন ১৩ নভেম্বর, ২০২০, ১:৩৩ এএম says : 0
এ কথা সরকারী দল স্বীকার করবে না।
Total Reply(0)
রুহান ১৩ নভেম্বর, ২০২০, ২:০৬ এএম says : 0
নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার একদম খাটি কথা বলেছেন
Total Reply(0)
বাবুল ১৩ নভেম্বর, ২০২০, ২:৪২ এএম says : 0
বিশ্বের রাজনৈতিক দল বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে কিভাবে বুট করতে হয়
Total Reply(0)
Md Rakibul Islam Rakibul ১৩ নভেম্বর, ২০২০, ৫:২৮ এএম says : 0
আপনি এই বেহুদা কমিশন থেকে পদত্যাগ করেন না কেনো?
Total Reply(0)
Mezbaul Hoque ১৩ নভেম্বর, ২০২০, ৫:২৯ এএম says : 0
এটাই তো দেশ ডিজিটাল এর নমুনা। নির্বাচন এর নাম দিয়ে জনগণের টাকা নষ্ট করার মানি কি।
Total Reply(0)
Kabir Hossain ১৩ নভেম্বর, ২০২০, ৫:২৯ এএম says : 0
অাপনার সাহসিকতা,অাপনার সাথে অাসি
Total Reply(0)
Rubel Rashid ১৩ নভেম্বর, ২০২০, ৫:৩০ এএম says : 0
উন্নয়নের মহা সমুদ্রে থুক্কু সড়কে বাংলাদেশ।
Total Reply(0)
Shahrukh Shahid ১৩ নভেম্বর, ২০২০, ৫:৩০ এএম says : 0
America theke unnoto nirbachon bebostha... Apni abar ki boltechen
Total Reply(0)
Reduan Al Kibria ১৩ নভেম্বর, ২০২০, ৫:৩১ এএম says : 0
আল্লাহ বিচার করবে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন