যশোর ব্যুরো : যশোর শহরতলী চুড়ামনকাঠিতে মঙ্গলবার বেনাপোলগামী একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত কাইয়ুম হোসেন (৪২) যশোর সদর উপজেলার চুড়ামনকাটি উত্তরপাড়া এলাকার আবদার রহমানের ছেলে। নিহত কাইয়ুম হোসেন চালের ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী কাইয়ুম হোসেন মঙ্গলবার সকালে মোটরসাইকেল যোগে শহর থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় চুড়ামনকাটি বাজারের অদূরে ব্র্যাক অফিসের সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে কাইয়ুম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসের চালক ও হেলপার গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটি আটক করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন