শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীতে ট্রাক চাপায় এক ব্যক্ত নিহত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২০, ৫:২০ পিএম

নগরীর শিরোইল কলোনী পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলীর দপ্তরের সামনে ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার সকালে রাস্তা পারাপার হওয়ার সময় ট্রাক চাপা দিলে তিনি মারা যান। নিহত মাহবুবের বাড়ি পবানর ইশ্বরদী উপজেলার বাগরুল গ্রামে। তিনি ওই গ্রামের ওমেজ আলীর ছেলে।

জানা গেছে, রাজশাহী রেলওয়ে ভবনের উত্তর পাশে শিরোইল কলোনী রোডে ট্রাক চাপায় ওই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মাহবুব আলম সাইকেল যোগে রেলগেটের দিক থেকে শিরোইল কলোনির দিকে যাচ্ছিলেন। এ সময় একই দিক থেকে আসা একটি ট্রাক (যার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো- ট ১৮-১৭৯০) অসাবধানতাবশত পিছন দিক থেকে মাহবুবকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। পরে চন্দ্রিমা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন