স্টাফ রিপোর্টার : র্যাব, পুলিশ ও সেনা সদস্যের পর রাজধানীতে এবার অজ্ঞান পার্টির কবলে পড়েছেন মো. আজহারুল ইসলাম নামের গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৭ হাজার টাকা। আজহারুল জানান, গতকাল সন্ধ্যায় ফকিরাপুলে ফুটপাতের এক দোকানদারের কাছ থেকে একটি জুস কিনেন। জুসটি পান করে সেখান থেকে আলিফ পরিবহনের একটি বাসে চড়ে গাবতলী যাচ্ছিলেন। বাসটি ছাড়ার পরপরই তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে গাড়ির হেল্পার, চালক ও সাধারণ যাত্রীদের চেষ্টায় তিনি জ্ঞান ফিরে পান। বিষয়টি শাহবাগের দায়িত্বরত পুলিশ সদস্যদের জানানো হয়। পরে পুলিশ তাকে ঢামেকে ভর্তি করেন। তিনি জানান, তার কাছে ৭ হাজার টাকা ছিল। যা অজ্ঞান পার্টির সদস্যরা নিয়ে গেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ওই ডিবি সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাপসাপাতালে ভর্তি করা হয়। তার কনস্টেবল নম্বর-৬৫৬৬। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন