শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বাসে এলোপাতাড়ি গুলিতে নিহত ৩৪

প্রায় ২৫ হাজার ইথিওপীয় সুদানে পালিয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে উঠে গুলি করে ৩৪ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। তাইগ্রে অঞ্চলে সরকারি ও তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) বাহিনীর মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই দেশটির বেনিশানজুল-গুমুজ অঞ্চলে শনিবার রাতে ওই হামলা হয়। রবিবার দেশটির জাতীয় মানবাধিকার সংগঠন ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন বলেছে, বেনিশানজুল-গুমুজ অঞ্চলের দেবাট প্রশাসনিক এলাকায় শনিবার রাতে কয়েকজন বন্দুকধারী একটি যাত্রীবাহী বাসে উঠেই হামলা চালায়। হামলায় তাৎক্ষণিকভাবে ৩৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। তবে ওই হামলার সঙ্গে ইথিওপিয়া ও টিপিএলএফ বাহিনীর লড়াইয়ের কোনও যোগসূত্র আছে কিনা তা এখনও নিশ্চিত নয়। ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন আরও বলেছে, দেবাট প্রশাসনিক এলাকায় বাসে ওই হামলা ছাড়াও অন্য তিনটি এলাকায় একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। এছাড়া সংঘাতের মুখে নিরাপদে আশ্রয় নেওয়া লোকদের ওপরও হামলা হয়েছে। প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার সাম্প্রতিক সংঘাতের ঘটনায় কোনও ধরনের তথ্য দিচ্ছে না। ফলে সেখানে সংঘাতে প্রাণহানির প্রকৃত তথ্য জানা যাচ্ছে না। অপর এক খবরে বলা হয়, টাইগ্রে অঞ্চলের সংঘর্ষে পালিয়ে আসা প্রায় ২৫ হাজার ইথিওপিয়ান প্রতিবেশী সুদানে পাড়ি জমিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সুনা জানিয়েছে, জাতিসংঘ বলেছে যে তাদের আশ্রয়দানের লক্ষ্যে কাজ করা হচ্ছে। সংস্থাটি বলেছে, শনিবার থেকে গাদরেফ ও কাসালা রাজ্যে আগত ইথিওপীয় শরণার্থীদের সংখ্যা ২৪,৯৪৪ জনে পৌঁছেছে। খবর এএফপি’র।সুদানের কমিশনার আব্দুল্লাহ সুলেমান শনিবার দেশটিতে জাতিসংঘের শরণার্থী সংস্থার সহকারী প্রতিনিধিদের সঙ্গে শরনার্থীর আগমন নিয়ে আলোচনার জন্য সীমান্ত অঞ্চল পরিদর্শন করেছেন। সরয়টার্স, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন