শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী উন্নয়ন শক্তির ম্যালেরিয়া ক্যাম্প

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নারী উন্নয়ন শক্তি, ব্র্যাক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার হলে গত বুধবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চেীধুরী। তিনি নারী উন্নয়ন শক্তি আয়োজিত দিনব্যাপী ম্যালেরিয়া ক্যাম্পের উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উক্ত বিশ্ববিদ্যালযের প্রো-ভিসি প্রফেসর ড. শিরীন আখতার এবং রেজিস্ট্রার ড. কামরুল হুদা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, ব্র্যাকের সিনিয়র ম্যানেজার দিলীপ কুমার সাহা, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. শেখ ফজলে রাব্বী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবির চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব। উল্লেখ্য, ২০০৭ সাল থেকে নারী উন্নয়ন শক্তি ব্র্যাকের সহযোগিতায় হাটহাজারী, পটিয়া ও ফটিকছড়িতে ম্যালেরিয়া প্রতিরোধে মশারি বিতরণ, কীটনাশকে মশারি চুবিয়ে দেয়া, ম্যালেরিয়া চিকিৎসা ও প্রতিরোধে প্রচারণার কাজ পরিচালনা করছে। পেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন