করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আজ হাটহাজারী পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ১৬ টি মামলায় ১৬ জন ব্যক্তিকে মাস্ক পরিধান না করায় আইন অনুযায়ী ৬১০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মাস্ক পরার বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো হয় এবং ব্যক্তি উদ্যোগে অনেকের মাঝে মাস্ক বিতরণ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন এর নির্দেশে এই অভিযান পরিচালনা করেন হাটহাজারী সহকারি কমিশনার ( ভুমি) মোঃ শরীফ হেলালী এই অভিযান পরিচালনা করেন। এই সময় সহকারি কমিশনার বলেন, করোনা প্রতিরোধে মাস্ক পরা নিশ্চিত করতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন