শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ১শ’ ২০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মহসিন রাজু, বগুড়া থেকে : এইচএসসি পরীক্ষায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবারের পরীক্ষায় বিগত বছরের চেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২শ’৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২শ’৭০ জন কৃতকার্য হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ১২০ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১শ’৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১শ’১৮ জন। মানবিক বিভাগ থেকে ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই পাস করেছে। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১ জন পাস করেছে। পাসের হার ৯৯.৬৩ যা বিগত বছরের চেয়ে বেশি। এবার ১শ’২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আগামীতে শতভাগ পাস ও আরো বেশি শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনে প্রচেষ্টা অব্যহত থাকবে বলে জানিয়েছেন অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু। প্রতিষ্ঠানের গভর্নিংবডির সভাপতি ও পুলিশ সুপার আসাদুজ্জামানের সার্বিক তত্ত¡াবধানে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় ভালো ফলাফল অর্জন হয়েছে বলে অধ্যক্ষ জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন