শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিএমপির মাস্ক স্টিকার বিতরণ

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

করোনা মহামারি মোকাবেলায় সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক র‌্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় পথচারীদের স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান। গতকাল নগরীর কেন্দ্র্রীয় শহীদ মিনার থেকে পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি র‌্যালী টাউন হলের সামনে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় পুলিশ কমিশনার বলেন, মাস্ক ব্যবহারে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের মাধ্যমে নগরবাসীদের সুস্থ নাগরিক হিসেবে দেখতে চাই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন নির্দেশনামূলক কথা ও স্লােগান নিয়ে বর্ণাঢ্য র‌্যালী, প্রচার প্রচারণামূলক স্টিকার ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করে জনগণকে সচেতনতা তৈরির কাজ করছি আমরা। করোনা বিরোধী এ কার্যক্রমে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমসহ উপ-কমিশনারবৃন্দ এবং বিএমপির বিভিন্ন স্তরের কর্মকর্তারাও যোগদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন