শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নতুন শর্ত : ভ্যাকসিন দৌড়ে বাংলাদেশ আরো পিছিয়ে গেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ১১:০২ এএম

ভ্যাকসিন সংরক্ষণ ও সরবরাহ করার মতো অবকাঠামোগত কোন ব্যবস্থা নেই বাংলাদেশের। হঠাৎ করে এটা করা সম্ভবও নয়। সময়মত পদক্ষেপ না নেওয়ায় ভ্যাকসিন দৌড়ে বাংলাদেশ আরো পিছিয়ে গেছে।

অক্সফোর্ডের টিকা আসবে এমনটাই স্থির হয়েছিল। চুক্তিও করেছিল ঢাকার একটি ওষুধ কোম্পানি। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে ৩ কোটি ডোজ টিকা আনার ব্যাপারে চুক্তি হয়েছিল। কিন্তু টিকার প্রতিযোগিতায় অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা এখন অনেক পিছিয়ে গেছে।

এই মুহূর্তে এগিয়ে রয়েছে মার্কিন কোম্পানি ফাইজার ও মডার্না। এই দুটি কোম্পানির সঙ্গে বাংলাদেশ কোন চুক্তি করেনি। কারণ দুটো। ভ্যাকসিন সংরক্ষণ ও সরবরাহ করার মতো অবকাঠামোগত কোন ব্যবস্থা নেই বাংলাদেশের। হঠাৎ করে এটা করা সম্ভবও নয়।

এ প্রসঙ্গে স্বাস্থ্য দপ্তরের পরিচালক শামসুল হক সংবাদ মাধ্যমকে বলেছেন, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন নিয়ে সরকার ভাবছে না। কারণ এই ভ্যাকসিন ইপিআই কর্মসূচির অধীনে সংরক্ষণ ও সরবরাহ করার সামর্থ নেই। চলমান অবস্থায় এর উনড়বয়ন করাও ব্যয়বহুল এবং কঠিন। বর্তমানে বাংলাদেশ ছয় ধরনের ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এর মধ্যে শুধুমাত্র এক ধরনের ভ্যাকসিন মাইনাস তাপমাত্রায় রাখার প্রয়োজন হয়।

করোনা বিষয়ক জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির প্রধান অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ অবশ্য মনে করেন, সবাইকে এক সঙ্গে ভ্যাকসিন দেয়া সম্ভব নয়। কারণ ভ্যাকসিন একসাথে আসবে না। তাই ধাপে ধাপে ভ্যাকসিন দেয়া হবে। এতে কোন সমস্যা হওয়ার কথা নয়।

ভ্যাকসিনের যখন এই অবস্থা তখন চীনের তৈরি সিনোভ্যাকের ঢাকা আসা একদম অনিশ্চিত হয়ে গেছে। নিজ খরচায় তারা ঢাকায় ট্রায়াল দিতে চেয়েছিল। বাংলাদেশ সময়মতো পদক্ষেপ না নেয়ায় তারা নতুন শর্ত জুড়ে দিয়েছে। তারা বলেছে, ট্রায়াল হতে পারে। তবে বাংলাদেশকে ট্রায়ালের যাবতীয় খরচাপাতি দিতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশ এ জন্য কোন টাকা খরচ করবে না। ভয়েস অব আমেরিকা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Shamir Arafat ১৯ নভেম্বর, ২০২০, ১২:৪৭ পিএম says : 0
দেশ এখন কানাডা থেকেও উন্নত । কিন্তু ভ্যাকসিন সংগ্রহ করার মতো ব্যবস্থা নাই । এটা নিশ্চয়ই bnp জামাতের ষড়যন্ত্র
Total Reply(0)
Reza Rahman ১৯ নভেম্বর, ২০২০, ১২:৫০ পিএম says : 0
ভারতের গোমুত্র ভ্যাক্সিন দিবে বাংলাদেশকে, সুতরাং কোন চিন্তা নাই!
Total Reply(0)
Mamun Rashid ১৯ নভেম্বর, ২০২০, ১২:৫৮ পিএম says : 0
আমরা বীরের জাতি, তাই আমাদের ভ্যাক্সিন দরকার নাই
Total Reply(0)
Balal Uddin ১৯ নভেম্বর, ২০২০, ১:০২ পিএম says : 0
আমেরিকা পর্যন্ত বাংলাদেশ থেকে নির্বাচন শেখে, আর আপনারা বলতেছেন ভ্যকসিনে পিছিয়ে।
Total Reply(0)
Mizanur Rahman Niloy ১৯ নভেম্বর, ২০২০, ১:০২ পিএম says : 0
ভারত প্রীতি এক্ষত্রে আমাদের পিছিয়ে দিয়েছে।
Total Reply(0)
Abdul Matin ১৯ নভেম্বর, ২০২০, ১:০২ পিএম says : 0
ভারত পিছিয়ে দিয়েছে আমাদের
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন