শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

তফসিল ঘোষনা হলো সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২১ সালের নির্বাচনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ৪:০৩ পিএম

সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২১ সনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. এমাদুল হক অ্যাডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার মো. লিয়াকত আলী অ্যাডভোকেট ও জয়জিত আচার্য অ্যাডভোকেট ।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জানুয়ারি সকাল ১০ ঘটিকা থেকে বিকাল সাড়ে ৪ ঘটিকা পর্যন্ত একটানা সমিতির ২ নং হলের ২য় তলায় লাইব্রেরি কক্ষে এবং ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি দুপুর ২ ঘটিকা পর্যন্ত নমিনেশন ফরম জমা দানের শেষ সময় ধার্য করা হয়েছে, এবং ঐদিন বেলা আড়াইটায় যাচাইবাছাই অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি দুপুর ২ ঘটিকা পর্যন্ত নমিনেশন ফরম প্রত্যাহার করা যাবে। ৭ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিলেট জেলা আইনজীবী সমিতির সকল সদস্যকে সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন