মুন্সীগঞ্জের গজারিয়ার কাছে ষাটনল এলাকায় এমভি মকবুল-২ লঞ্চে এই ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত পৌঁনে ১১টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। দেশি-বিদেশি অস্ত্রে সজ্জিত ডাকাতরা যাত্রীদের কাছ থেকে কয়েক লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা ও গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মো. মুজিবুর রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে রাত ৯টার দিকে চাঁদপুরের ষাটনলের উদ্দেশে রওনা দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় পৌঁছলে এমভি মকবুল-২ লঞ্চটি ডাকাতদের কবলে পড়ে। এসময় লঞ্চের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
যাত্রীদের বরাত দিয়ে ওসি নাসির উদ্দিন জানান, গজারিয়া এলাকায় মেঘনা নদী পার হওয়ার সময় কয়েকটি স্পিডবোটে জনবিশেক ডাকাতের একটি দল লঞ্চের যাত্রীদের ভয়-ভীতি দেখায় এবং লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে চাঁদপুরের মতলব উত্তর থানা ও মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই লঞ্চ পরিদর্শন করেন। ওসি আরও বলেন, ডাকাতির ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন