মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবৈধ ড্রেজারের বালুর গর্তে পড়ে ইমা আক্তার (১২) নামের ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অবৈধ ড্রেজারের বালুর গর্তে পড়ে আরো ২ শিশু আহত হয়েছে।
রবিবার বিকেলে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমা কামতা গ্রামের হোটেল ব্যবসায়ী ইয়াদ আলীর মেয়ে। সে ধানকোড়া গিরীশ ইনস্টিটিউটের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানায়, নিহত স্কুলছাত্রী ইমাদের বাড়ির পাশেই ধলেশ্বরী নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে ফসলের জমি ভরাট করছে। ড্রেজারের বালু জমিতে আটকিয়ে রাখতে জমির পাশে মাটি দিয়ে বড় বাধ তৈরি করতে গর্ত করা হয়েছে। খেলতে গিয়ে ইমা ও একই এলাকার দুই শিশু ওই গর্তের পানিতে পরে যায়। দুই শিশুকে উদ্ধার করা হলেও ইমাকে জীবিত উদ্ধার করা যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন