শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রোগী রেখে পালালেন চিকিৎসক

বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

বাউফলে স্লােব বাংলাদেশ নামের একটি বেসরকারি হাসপাতালে খাদিজা বেগম নামে পাঁচ সন্তানের এক জননীর টিউমার অপারেশনের নামে জরায়ু কেটে ফেলা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কালিশুরী কুমারখালী এলাকায় এ ঘটনা ঘটে। অবস্থা বেগতিক দেখে অপারেশন টেবিলেই রোগী রেখে পালিয়ে গেছেন চিকিৎসক আহম্মেদ কামাল তুষার। জানা গেছে, উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের জেলে সহিদুল ইসলাম সিকদারের স্ত্রী ও পাঁচ সন্তানের জননী খাদিজা বেগম গত কয়েক দিন ধরে পেটে ব্যাথায় ভুগছিলেন। তার স্বামী গত শনিবার বিকেলে তাকে স্লােব বাংলাদেশ নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরীক্ষা নীরিক্ষার পরে ওই গৃহবধূর পেটে টিউমারের অপারেশন করতে হবে বলে জানানো হয়। গতকাল দুপুর ২টার দিকে ওই গৃহবধূর স্বজনদের না জানিয়ে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। আহম্মেদ কামাল তুষার নামের এক চিকিৎসক তার নিতম্ব থেকে জরায়ু পর্যন্ত কেটে ফেলেন। 

এরপর অবস্থা বেগতিক দেখে অপারেশ থিয়েটারে রোগীকে ফেলে রেখে পালিয়ে যান।
পরে ওই হাসপাতালের কয়েকজন নার্স গৃহবধূর কাটা অংশ সেলাই করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই গৃহবধূর অবস্থা শঙ্কটাপন্ন। গৃহবধূর স্বজনরা জানান, খাদিজা বেগমের অবস্থা আশঙ্কাজনক। তিনি তীব্র ব্যাথায় কাতরাচ্ছেন। স্লােব হাসপাতাল থেকে তাকে বরিশাল নেয়ার জন্য বলেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসক আহম্মেদ কামাল তুষারের মোবাইল ফোনে কল দেয়া হলে তা বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে স্লােব বাংলাদেশ হাসপাতালের দায়িত্বশীল করো বক্তব্য পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন