বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বীরশ্রেষ্ঠ মতিউরের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ৪৬ বছর আগে এই দিনে যখন বাংলার সাড়ে সাত কোটি মানুষ মরণপন মুক্তিযুদ্ধে লিপ্ত, তখন পাকিস্তানের মৌরিপুর বিমানঘাঁটিতে একজন বীর বাঙ্গালী বৈমানিক বিদ্রোহ করেছিলেন। সেই বিমানঘাঁটি থেকে তিনি একটি জঙ্গি বিমান ছিনতাই করে বাংলাদেশে যুদ্ধরত বাঙ্গালীদের পাশে দাঁড়াবার উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন নীল আকাশে। সাফল্যের শেষ প্রান্তে এসেও তিনি তাঁর অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন নাই। পাক-ভারত সীমান্তের থাট্টা অঞ্চলে পৌঁছার পর বিমানটি এক অনাকাঙ্খিত দুর্ঘটনায় পতিত হয় এবং বিমানের উভয় আরোহী, পাইলট অফিসার রশিদ মিনহাজ ও ফ্লাইট লে. মতিউর রহমান শাহাদাৎবরণ করেন।
পরে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ সরকার মতিউরের এই অসম আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ তাঁকে জাতির সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠতে ভূষিত করেন।



 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন