সাতক্ষীরায় তথ্যপ্রযুক্তি আইনে সাপ্তাহিক পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সদর থানায় মামলাটি দায়ের করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল। মামলায় আবুল কালামসহ অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার অনলাইন ভার্সন (ওয়েবসাইট) এবং পত্রিকার সম্পাদক মোঃ আবুল কালামের নিজ নামীয় ফেসবুক একাউন্টে মিথ্যা, বানোয়াট, মানহানিকর, ধর্মীয় অনুভূতিতেত আঘাত ও অবমাননাকর এবং ভিত্তিহীন সংবাদ পরিবেশন করার অভিযোগে সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম ওরফে থাই ব্যবসায়ী কালামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন