শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

মাদারীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গত মঙ্গলবার মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তরভবানীপুর সরদার কান্দি গ্রামে অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মো. মিজান হোসেন (৩০)-কে গ্রেফতার করেছে। 

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার জেলার কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি উত্তরভবানীপুর সরদার কান্দি গ্রামে রহমান মালের ছেলে মো. মিজান হোসেন (৩০)-কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মিজানের বিরুদ্ধে ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জ থানায় গণধর্ষণ মামলা রয়েছে। আসামিকে ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন