শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভাতা বৃদ্ধির দাবিতে বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেলে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বাজিতপুর (কিশোরগজ্ঞ) উপজেলা সংবাদদাতা : ভাতা বৃদ্ধির দাবিতে কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকরা গতকাল শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের সঙ্গে বিকালে কথা বলে জানা যায়, তারা মাসিক ভাতা হিসাবে বর্তমানে দশ হাজার টাকা করে পাচ্ছেন। সরকারিভাবে গত জুলাই মাস থেকে এ ভাতা বাড়িয়ে পনের হাজার টাকা করা হয় এবং সরকারি ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে তা কার্যকর করা হলেও জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আগের মতো ভাতা হিসাবে দশ হাজার টাকাই বহাল রয়েছে। ৯৪ জন ইন্টার্নি চিকিৎসক তাদের দাবির কথা উল্লেখ করে বুধবার হাসপাতালের পরিচালক বরাবর একটি আবেদনপত্র জমা দেন। দাবি না মানা হলে ১৯ আগস্ট শুক্রবার থেকে কর্মবিরতিতে যাবেন বলে এতে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. বাহারউদ্দিন ভূইয়া এ প্রতিনিধিকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শীঘ্রই তাদের ভাতা বাড়ানো হবে বলে মৌখিকভাবে প্রতিশ্রুতি দেওয়া হলেও তারা কোনো রকম সময় না দিয়ে কর্মবিরতির পথ বেছে নিয়েছে। আগামী বুধবার যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন