শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনায় চাটমোহরে অ্যাসাইনমেন্টে দেড় হাজার শিক্ষার্থী অনুপস্থিত

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২০, ১০:৪২ এএম

পাবনার চাটমোহর উপজেলার ৪০টি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিতব্য অ্যাসাইনমেন্টে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
কোভিট ১৯ এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ থাকায় সরকার অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন পূর্বক পরবর্তী শ্রেণিতে প্রমোশনের ব্যবস্থা করেছে। এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় পাবনা চাটমোহর উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৪০টি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
পাবনা জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পাবনার চাটমোহর উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৪০টি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী ১৭ হাজার ৭১ জন এর মধ্যে অংশ গ্রহণ করছে ১৫ হাজার ৬শ ৪৭ জন, অনুপস্থিত ১ হাজার ৪শ ২৪ জন। অনুপস্থিত ৮ দশমিক ৩৪ ভাগ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন