উত্তর : যার যথেষ্ট পরিমাণ সূরা জানা আছে, তার জন্য সূরা পরবর্তী ছোট সূরা, ছোট সূরার আয়াতাংশ, তেলাওয়াতের তারতীব ইত্যাদি মাসআলা প্রযোজ্য। আর যার সামান্য কিছু সূরা জানা আছে, অল্প কিছু আয়াত জানা আছে অথবা কোরআনের শেষ ১০ সূরা জানা আছে তাদের জন্য বিশেষ নিয়মকানুন অনুসরণ করার সুযোগ কম। তারা তাদের জানা সূরা কেরাত দিয়ে স্বাধীনভাবে নামাজ পড়তে পারবে। বেশী সূরা কেরাত জানা লোকদের জন্য যেসব নিয়ম মানা জরুরী কম জানা লোকেদের জন্য ততটা বাধ্যবাধকতা নেই।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন