শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

৬০ লাখ টাকার গাছ কর্তন

সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা কুড়ালিয়া পটল গ্রামে ব্যবসায়ী বাদল মিয়ার ৬০ লাাখ টাকার বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছ কেটে নেয় দুর্বৃত্তরা। ঘটনার কয়েক ঘন্টা পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ উদ্ধার করলেও এ ব্যাপারে সরিষাবাড়ী থানায় বাদল মিয়া বাদী হয়ে ৮জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। তারিখ ২৬/১১/২০২০ইং। গতকাল রোব্বার সকালে অভিযোগের বিবরন ও স্বরজমিন গিয়ে জানা যায়, ব্যবসায়ী বাদল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশী রঞ্জু মিয়াদের সাথে জমি জমা নিয়ে অভ্যন্তরীন বিরোধ চলে আসছিল। ঐ বিরোধকে কেন্দ্র করে গত ২৪ নভেম্বর সকালে প্রতিবেশী রঞ্জু মিয়া, সোহেল মিয়া, মজনু মিয়া, তারা মিয়া, মোতালেব মিয়া সহ ১০/১২জনের একটি গ্রুপ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ভাড়াটিয়া বাহিনী নিয়ে গিয়ে বাদল মিয়ার প্রায় দেড় শতাধিক দামী দামী গাছ কেটে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা কিছু গাছের ডোম ফেলে চলে যায়। অবশিষ্ট গাছ পুলিশ উদ্ধার করে। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে মিমাংশার চেষ্টা করা হলে মিমাংশা না হওয়ায় ঘটনার ২দিন পরে ২৬ নভেম্বর সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই আঃ হান্নান ঘটনা স্বীকার করে জানান, ঘটনা ঘটেছে সত্য, এ ব্যাপার থানায় একটি অভিযোগও হয়েছে, বিষয়টি মিমাংশার চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন