মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লালমোহনে নবনির্মিত পল্লী বিদ্যুৎ কমপ্লেক্সের উদ্বোধন

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

ভোলার লালমোহনে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। গতকাল সকাল ১১টায় লালমোহনে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে লালমোহন ডিজিটাল পার্কে উদ্বোধনী জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিচ্ছিন্ন চরবাসীকে বিদ্যুতের সেবা পৌঁছে দেয়া কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতেই সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় তজুমদিনের দুর্গম চরে প্রায় ২৭ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাবেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারাদেশে শতভাগ বিদ্যুতায়নের লক্ষে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
এক সময় মানুষ হারিকেন, মোমবাতি জ্বালিয়ে রাত্রি যাপন করতেন। এখন গ্রাম-গঞ্জে প্রতিটা ঘরে বিদ্যুতের আলোয় ঝলমল করছে। ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আবুল বাসার আজাদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, পৌর আওয়ামী লীগের আহবায়ক সফিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির লালমোহন জোনাল অফিসের ডিজিএম আহসান শাহিনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন