আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজারে গতকাল শনিবার উপজেলার হাইজাদী ইউনিয়নের সিংহদীতে প্রকাশ্য দিবালোকে স্কুলছাত্রীকে অপহরণের এ ঘটনা ঘটে। পুলিশ অপহৃতা ছাত্রীকে উদ্ধার করে এবং অপহরণের সাথে জড়িত সন্দেহে আলী নূর (২২) নামে একজনকে আটক করেছে।
জানা যায়, গতকাল শনিবার সকাল ৯টার সময় উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দি মাধবদী গ্রামের নজরুল ইসলামের মেয়ে নিপা আক্তার (১৫) সিংহদী এম এ মোতালেব ভুইয়া উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে আসার পথে সিংহদী সড়কে একটি মাইক্রো যোগে ৪ যুবক তার গতিরোধ করে। যুবকরা জোর করে নিপা আক্তারকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ছাত্রীটি চিৎকার করতে থাকলে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে প্রভাকরদী এলাকায় চিৎকার শুনে মাইক্রোটিকে ধাওয়া দেয় এলাকাবাসী। ধাওয়া খেয়ে অপহরণকারীরা চলতি মাইক্রোবাস থেকে নিপা আক্তারকে ফেলে দিয়ে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। পরে জনতা ও পুলিশ আহত অবস্থায় নিপা আক্তারকে উদ্ধার করে।
স্কুল ছাত্রী নিপা আক্তার জানান, অপহরণকারী ৪ যুবকের মধ্যে একজন তার পরিচিত। সে একই গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে ফারুক (২৫)। সে জানায়,অপহরনকারীদের হাতে ধারালো ছোরা ছিল। নিপা আক্তার সিংহদী এম এ মোতালিব ভুইয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী বলে থানা পুলিশের উপপরিদর্শক আবুল বাশার জানান।
পুলিশ অপহরণের সাথে সহযোগিতা করার সন্দেহে সিংহদী গ্রামের শওকত আলীর ছেলে আলী নূরকে (২২) আটক করেছে। আটককৃত আলী নূর সরকারী সফর আলী কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে আড়াইহাজার থানার ওসি শাখাওয়াত হোসেন নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন