রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শোক দিবস উপলক্ষে ময়মনসিংহ বিভাগ সমিতির আলোচনা ও দোয়া অনুষ্ঠান

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ বিভাগ সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। রাজধানীর ৭০/১,এলিফ্যান্ট রোডস্থ ময়মনসিংহ অডিটোরিয়াম সমিতির সভাপতি ক্যাপ্টেন (অব:) জামিলুর রহমান খানের সভাপতিত্বে ও এ কে এম রফিকুল ইসলামের পরিচালনায় গত শুক্রবার এ সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে সংগঠনের নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল বলেন, বঙ্গবন্ধু শুধু কোন দলের নয়, বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতির পিতা ও সমগ্র বিশ্বের মহান নেতা ছিলেন এবং তার আদর্শে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে ও শোক প্রকাশ করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বঙ্গবন্ধুর আদর্শ ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন, পোস্টালের সাবেক মহাপরিচালক এম বদিউজ্জামান, অধ্যাপক ড. সাইফুল মজিদ, শিল্পপতি এডিএম সালাউদ্দিন, আবৃত্তিকার শফি কামাল, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আব্দুল রাজ্জাক, যুগ্ম সচিব আবু রায়হান আল বেরুনী, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস খান, নাজলীন পপি, জহির ফকির, আবু আক্কাস, জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম, আলমগীর কবির, অধ্যক্ষ শফি খন্দকার, এড. নুরুল ইসলাম রানা, এড. রুহুল আমিন প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন