শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাংবাদিকদের অঙ্গীকার

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জঙ্গিবাদবিরোধী যে কোনো পদক্ষেপে সরকারের সঙ্গে সাংবাদিকরা একসঙ্গে কাজ করবে। সাংবাদিকরা শুধু কলম সৈনিক নয়, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত মাঠের সৈনিকও। তারা অতীতের সব আন্দোলনে মাঠে ছিলেন, দেশের সঙ্কটকালীন যোদ্ধা হিসেবে মাঠে থাকবে সাংবাদিকরা। জেগে ওঠো দেশবাসী, রুখে দাঁড়াও বাংলাদেশ- সেøাগানে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ কথা বলেন সাংবাদিক নেতারা। এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা।
গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বিএফইউজের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বিএফইউজের (একাংশ) মহাসচিব ওমর ফারুক, বিএফইউজের (একাংশ) সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, জ্যেষ্ঠ সাংবাদিক মোল্লা জালাল, ডিইউজের (একাংশ) সভাপতি শাবান মাহমুদ প্রমুখ।
মানববন্ধনে সমকালের সম্পাদক গোলাম সারোয়ার বলেন, সাংবাদিকরা শুধু কলম সৈনিক নয়; সাংবাদিকরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত মাঠের সৈনিকও। অতীতে সব আন্দোলনে সাংবাদিকরা মাঠে থেকেছে, মুক্তিযুদ্ধে মাঠে থেকেছে। সুতরাং আমাদের এই যে সংগ্রাম, আন্দোলন, সম্পৃক্ততা- এটা ঐতিহাসিক সত্য। ৭ মার্চ বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন, তা পৃথিবীর ইতিহাসে সংক্ষিপ্ত মহাকাব্য।
তিনি বলেছিলেন, আমাকে দাবাইয়া রাখতে পারবা না। আমরা আবারও বঙ্গবন্ধু কথা উচ্চারণ করে বলতেছি, আমাদের তোমরা অপশক্তি দাবাইয়া রাখতে পারবা না। কারণ আমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত।
মনজুরুল আহসান বুলবুল বলেন, আজকে জঙ্গিবাদ জাতি ও রাষ্ট্রকে সঙ্কটের মধ্যে ফেলে দিয়েছে। ইসলামের নামে যারা সহিংসতা করছে, তারা প্রকৃত ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করছে। সাংবাদিক ও মানুষ হিসেবে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। রিয়াজউদ্দিন আহমেদ বলেন, আজকে বাংলাদেশ সন্ত্রাসবাদ নিয়ে যে সঙ্কটের মোকাবিলা করছে, এখানে কোনো রাজনীতি নেই। সন্ত্রাসের বিরুদ্ধে কোনো বিভাজন নেই। আমি এটিকে সমর্থন জানাই। সন্ত্রাসবাদ নিপাত যাক। ধর্মের অপব্যাখ্যার নামে হত্যা, সন্ত্রাস করা চলবে না।
শফিকুর রহমান বলেন, যারা সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে তারা মুসলমান না। তাদেরকে রুখে দিতে হবে। মানবতাবিরোধী অপরাধে শান্তি পাওয়া স্বজনদের বিএনপির কমিটিতে স্থান দেওয়ায় বিএনপির তীব্র সমালোচনা করেন তিনি।
ওমর ফারুক বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কাছে যারা রাজনৈতিকভাবে পরাজিত হয়েছেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চান, তারা জঙ্গিবাদ সৃষ্টি করছেন।
শাবান মাহমুদ বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন রুখে দাঁড়িয়েছে এবং সবসময় রুখে দাঁড়াবে।
আব্দুল জলিল ভূঁইয়া বলেন, আমরা যদি বাঙ্গালি সাংস্কৃতিকে ধারণ করে এগোতে পারি তাহলে জঙ্গিবাদ মোকাবিলা সম্ভব। আজিজুল ইসলাম ভূঁইয়া বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় আমরা শুধু কলম চালাব না, আমরা যোদ্ধা হিসেবে যুদ্ধ করবো।
কুদ্দুস আফ্রাদ বলেন, বাংলাদেশে সাংবাদিকরা মাঠে আছে, পত্রপত্রিকা, টেলিভিশনে আছে, তারা সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার।
এদিকে, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিভিন্ন জেলা প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনগুলো এই কর্মসূচি পালন করে।

যশোর ব্যুরো : যশোরে গতকাল সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেইউজে সভাপতি সাজেদ রহমান, অবিভক্ত সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা, সিনিয়র সাংবাদিক রুকুনউদ্দৌলাহ, ফখরে আলম, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডি এম শাহিদুজ্জামান, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ যশোরের সভাপতি শ্রীবণী সুর, যশোর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন জেইউজে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।
নেত্রকোনা প্রেসক্লাবের মানববন্ধন
নেত্রকোনা জেলা সংবাদদাতা : সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনগণের মাঝে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত প্রেসক্লাব সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরী, সাবেক সহ-সভাপতি শ্যামলেন্দু পাল, সাবেক সাধারণ সস্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, যুগ্ম সম্পাদক সানাওয়ার হোসেন ভুঁইয়া ও আলপনা বেগম প্রমুখ।
ফরিদপুরে মানববন্ধন
ফরিদপুর জেলা সংবাদদাতা : সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের রুখে দাঁড়ানোর দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যরা। গতকাল সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে আধা ঘণ্টা মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, ইনকিলাব জেলা সংবাদদাতা নাজিম বকাউল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ আজিজ, নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, প্রবীণ সাংবাদিক মিজানুর রহমান মানিক প্রমুখ।
খাগড়াছড়িতে মানববন্ধন
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : ‘জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই স্লোগানে খাগড়াছড়িতে গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়া।
এ সময় বক্তব্য দেন স্থানীয় দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, সাবেক সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, দিলিপ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।
গোপালগঞ্জে মানববন্ধন
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে হাতে হাত ধরে মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকরা।
মানববন্ধনে সাংবাদিক সৈয়দ মুরাদুল ইসলাম, সমকাল প্রতিনিধি মনোজ সাহা, সৈয়দ ওয়াছিকুজ্জামান, এসএম জাহাঙ্গীর হোসেন, বুলবুল আলম বুলুসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
জামালপুরে মানববন্ধন
জামালপুর জেলা সংবাদদাতা : জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে গতকাল সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, সদস্য মোখলেছুর রহমান লিখন, আজিজুর রহমান ডল, মোস্তফা বাবুল, জুলফিকার জাহিদ হাবিব, সুজিত রায়, জাহাঙ্গির আলম প্রমুখ।
চাঁদপুরে মানববন্ধন
চাঁদপুর জেলা সংবাদদাতা : জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের সাংবাদিক। চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে গতকাল প্রেসক্লাব সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : গতকাল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে বিএফইউজে (একাংশ) ঘোষিত জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ. আ. ম. রশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো: আরজু, কবি জয়দুল হোসেন, পীযূষ কান্তি আচার্য, আ ফ ম কাউসার এমরান, সহ-সভাপতি আল আমীন শাহীন, রিয়াজ উদ্দিন জামি, মনির হোসেন ও মোশাররফ হোসেন বেলাল।
মাদারীপুরে মানববন্ধন
মাদারীপুর জেলা সংবাদদাতা : জঙ্গি হামলা, সন্ত্রাস, দুর্নীতি, হত্যা, গুম, শিশু নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাক-ের প্রতিবাদে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মাদারীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে গতকাল সকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২ ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের পর প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আসকের মাদারীপুর জেলা সভাপতি রেজাউল হক রিজেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক, আবদুল্লাহ আল-মামুন ,বীর মুক্তিযোদ্ধা আলহাজ আকবর হোসাইন, সাংবাদিক গোলাম মাওলা আকন্দ, সাগর হোসেন, তামিম ফারুক খান চুন্নু প্রমুখ।
চৌদ্দগ্রামের মানববন্ধন
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা: জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল মানববন্ধন করেছে। স্থানীয় সাংবাদিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা পরিষদ সংলগ্ন দোয়েল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান। মজিবুর রহমান বাবুলের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী, এম এ কুদ্দুস, আবদুল জলিল রিপন, আকতারুজ্জামান, আবু বকর সুজন, প্যানেল মেয়র কাজী নজরুল ইসলাম কামাল প্রমুখ।
ভালুকায় মানববন্ধন
ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ভালুকা প্রেসক্লাবের উদ্যোগে ভালুকা-গফরগাঁও সড়কের ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এতে অংশ নেন স্থানীয় প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক এম এ মালেক খান উজ্জ্বল, আব্দুল আউয়াল ঢালী, কামরুল হাসান পাঠান কামাল ও এসএম শাহজাহান সেলিম। আতাউর রহমান তরফদার, মোখলেসুর রহমান মনির, শাহ মো. হাছান আলী, আসাদুজ্জামান ফজলু, তমাল কান্তি সরকার, আব্দুল ওয়াদুদ মিয়া প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন