বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশালে পিসিআর ল্যাব বিকল করোনা পরীক্ষা বন্ধের পথে

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২০, ১২:৫৯ পিএম

করোনা ভাইরাস সনাক্তে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজে স্থাপিত দক্ষিণাঞ্চলের প্রথম পিসিআর ল্যাবটি গত দু দিন ধরে বিকল রয়েছে। ফলে ভোলা বাদে দক্ষিণাঞ্চলের ৫টি জেলায় করোনা রোগী সনাক্তের কাজটি গত দুদিন প্রায় বন্ধ। বৃহস্পতিবার প্রথম রাইন্ডে ৯৪টি নমুনা পরিক্ষার পরেই পিসিআর মেশিন বিকল হয়ে পড়লে সংগ্রহীত অবশিষ্ট নমুনা সমুহ ভোলা ল্যাবে পাঠান হলেও শুক্রবার সকাল পর্যন্ত কোন ফলাফল আসেনি।

শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের দায়িত্বশীল সূত্রের মতে, শুক্রবার দুপরের মধ্যে ঢাকা থেকে ‘ইলেক্ট্রো-মেডিকেল ইকুইপমেন্ট’এর প্রকৌশলীদের বরিশালে পৌছার কথা রয়েছে। রাতের মধ্যে পিসিআর ল্যাবটি পুনরায় সচল হবার ব্যাপারে তারা আশাবাদী বলেও জানিয়েছেন। গত ৯ এপ্রিল বরিশালে দক্ষিণাঞ্চলের প্রথম পিসিআর ল্যাবটি স্থাপনের পরে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার নমুনা পরিক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৩শ নমুনা পরিক্ষা সম্ভব হলেও প্রথম দিকে পরিক্ষায় আগ্রহী রোগীর সংখ্যা ছিল ৭-৮শ। পরবর্তিতে ভোলাতে আরো একটি পিসিআর ল্যাব স্থাপন করা হলেও সেখানে কখনোই গড়ে ৪০ জন রোগীও পাওয়া যাচ্ছে না। পাশাপাশি সাম্প্রতিককালে মানুষের মধ্যে নমুনা পরিক্ষার আগ্রহেও ভাটা পড়েছে। তবে বরিশালে আরো একটি মেশিন সহ পটুয়াখালীতেও ভিন্ন একটি পিসিআর ল্যাব স্থাপনের দাবী দীর্ঘদিনের। কিন্তু তা কখনোই বিবেচনায় নেয়নি স্বাস্থ্য মন্ত্রনালয়।

তবে পটুয়াখালীতে শণিবার থেকে রেপিড টেষ্ট-করোনা এন্টিজেন পরিক্ষা শুরু হচ্ছে। এ লক্ষে সব প্রস্তুতি সম্পন্নের কথাও জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: বাসুদেব কুমার দাস। পাশাপাশি বরিশাল মেডিকেল কলেজের পিসিআর ল্যাবটি জরুরী ভিত্তিতে মেরামত করে পরিক্ষা শুরু বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। বিভাগীয় পরিচালকের মতে, দক্ষিণাঞ্চলে করোনা পরিস্থিতি এখনো যতটা উদ্বেগ ছড়াচ্ছে, তা বরিশাল মহানগরীতে। গোটা বিভাগে যে পরিমান মানুষ প্রতিদিন সংক্রমিত হচ্ছে, তার অর্ধেকেরও বেশী এ নগরীতে। অথচ এ অঞ্চলের মোট জনসংখ্যার মাত্র ৬% লোকের বাস এ মহানগরীতে। তিনি করোনা প্রতিরোধে সকলকে অধিকতর সচেতন হবার আহবান জানিয়ে এ লক্ষে নগর প্রশাসনকেও সমন্বিত ভ’মিকা পালনের আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন