সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হলুদ কার্ড প্রদর্শন করায় রেফারি ও প্রতিপক্ষের খেলোয়াড়কে পিটিয়ে জখম

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : লোহাগড়া উপজেলার কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়কে হলুদ কার্ড প্রদর্শন করায় ফুটবল খেলার বিচারক (রেফারি) ও প্রতিপক্ষের খেলোয়াড়কে পিটিয়ে জখম করেছে কাশিপুর ইউনিয়নের উচ্ছৃঙ্খল যুবকেরা। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার মোল্যারমাঠ স্টেডিয়ামে আন্তঃস্কুল ফুটবল খেলায় কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয় ও নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় এ ঘটনা ঘটে। জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আন্তঃস্কুল ফুটবল খেলা শুরু হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয় ও নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে খেলা শুরু হয়। খেলার শেষ মুহূর্তে কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রতিপক্ষ নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড় মেহেদী হাসানকে ফাউল করে। এ সময় রেফারি মাহাবুব উর রহমান কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড়কে হলুদ কার্ড দেখালে মাঠের বাইরে থাকা কাশিপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও ধোপাদহ গ্রামের হাবিবুর রহমানের ছেলে শহিদুল্লাহর নেতৃত্বে ৫০-৬০ জন উচ্ছৃঙ্খল যুবক মাঠের মধ্যে প্রবেশ করে রেফারি মাহাবুব উর রহমান (৪১) ও নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড় মেহেদী হাসানকে (১৬) এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় তাদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন