জামালপুর জেলা সংবাদদাতা : জামালপুর রেলওয়ে পুলিশের আঘাতে নিহত মুক্তিযোদ্ধা আব্দুল বারিক হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে শনিবার দুপুরে জামালপুর শহরের হাটচন্দ্রা গ্রামে নিহতের বাড়ীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে মামলার বাদী মিজানুর রহমান বলেন, তার পিতা মুক্তিযোদ্ধা আব্দুল বারিককে জামালপুর রেলওয়ে থানার ওসি গৌড় টন্দ্র মজুমদার, কনস্টেবল তপন বড়–য়া, টিসি আনিসুর রহমান, সহকারী উপ-পরিদর্শক সোহরাব আলী যোগসাজশে গত ১১ জুলাই টিকিট যাচাইয়ের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র বেধরক মারধোর করে। পরে তাকে ময়মনসিংহ সামরিক হাসপাতালে নিলে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। এব্যাপারে নিহতের জেষ্ঠ্যপুত্র মিজানুর রহমান বাদী হয়ে চারজনকে আসামি করে জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অথচ ঘটনার ৪১ দিন পেরিয়ে গেলেও পুলিশ একজন মুক্তযোদ্ধা হত্যা মামলার আসামিকেও গ্রেফতার করছে না। তিনি আরও অভিযোগ করে বলেন, রেলওয়ে পুলিশ মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামিদের গ্রেফতার না করে উল্টো বাদীকে মামলা তুলে নিতে আসামিদের আত্মীয়-স্বজন দিয়ে নানা হুমকি প্রদান করছে। তাই তিনি এ হত্যা ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবী করেন। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী মমতাজ বেগম, ভাই কাউছার আহম্মেদ, কন্যা বিজলি বেগম, কন্যা রেবেকা সুলতানা রোবা, স্থানীয় কাউন্সিলর শামীম উল্লাহ প্রমুখ। এতে জামালপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অর্ধশতাধিক সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন