বাগেরহাট জেলা সংবাদদাতা : বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এস এম হাসানুর রহমান জুয়েল (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে বিদ্যালয় থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। যৌন হয়রানির শিকার ওই স্কুল শিক্ষার্থীর মা বাদী হয়ে হাসানুর রহমানের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্ত হাসানুর রহমান জুয়েল বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী ক্রীড়া শিক্ষক। মেয়েটির মা অভিযোগ করেন, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে স্কুলের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। হয়রানির শিকার অনেকে লোকলজ্জার ভয়ে মুখ খুলতে পারে না। কিন্তু আমার মেয়ের উপর নির্যাতনের কথা শুনে আর চুপ থাকতে পারিনি।
মন্তব্য করুন