কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাষ্কর্য ভাঙার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার সকালে প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে এই অবস্হান কর্মসূচি পালন করেন তারা।
বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজির শিক্ষক লায়লা খালেদা আঁখি ইনকিলাবকে বলেন, এই আঘাত শুধু বঙ্গবন্ধুর ভাষ্কর্যের উপর নয় বরং এই আঘাত বাঙালির অস্তিত্বের উপর হানা হয়েছে। বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মতো দৃষ্টান্তমূলক অপরাধের সাথে জড়িত সকলের শাস্তির দাবি জানাচ্ছি। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।"
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আবদুল ওয়াহেদ চৌধুরী পিলু, সহকারী প্রক্টর কাজিম নুর সোহাদ, আহসানুল কবির পলাশ, রামেন্দু পারিয়াল, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম খান, আইন বিভাগের শিক্ষক হাসান মুহাম্মদ রোমেন প্রমুখ।
ভিসি অধ্যাপক ডঃ শিরীন আক্তারও কর্মসূচির সাথে একাত্মতা পোষন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন