ইন্দোনেশিয়া চীনা করোনা কোম্পানী সিনোভেকের ১২ লাখ ডোজ করোনা ভ্যাকসিন পেয়েছে। দেশটির কর্মকর্তারা এ খবর জানান। রোববার বেইজিং থেকে বিমানযোগে এসব ভ্যাকসিন জাকার্তা এসে পৌঁছে। এছাড়া ইন্দোনেশিয়া আরো ১৮ লাখ ভ্যাকসিন আগামী মাসে নেবে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো চীনের ভ্যাকসিন পাঠানোকে স্বাগত জানিয়েছেন। -এএফপি
চীনের নিয়ন্ত্রক সংস্থা এখনও তার দেশের কোন কোম্পানীর ভ্যাকসিন গণব্যবহারের অনুমোদন দেয়নি। তবে জরুরি ব্যবহারের জন্যে চূড়ান্ত পর্যায়ের কিছু ভ্যাকসিনের অনুমোদন তারা দিয়েছে। ইন্দোনেশিয়ার কোভিড-১৯ প্রতিরোধ দলের প্রধান এয়ারলাঙ্গা হার্তার্তো সোমবার বলেছেন, প্রথম ব্যাচের এসব ভ্যাকসিন ফুড এন্ড ড্রাগ এজেন্সি পরীক্ষা করে দেখবে। এসব টিকা স্বাস্থ্য কর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা লোকজনকে দেয়ার পরিকল্পনা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন