বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

রাজধানীতে ‘অবৈধ মার্কেট’ উচ্ছেদ ঠেকাতে রাস্তায় ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ২:৩৫ পিএম

ছবি: মতিউর সেন্টু।


রাজধানীতে নিজেদের অবৈধ দোকানের উচ্ছেদ অভিযান ঠেকাতে রাস্তায় অবস্থান নিয়েছেন গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২–এর ব্যবসায়ীরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এ জন্য মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত উচ্ছেদ অভিযান শুরু করতে পারেনি।

ডিএসসিসি জানায়, রাজধানীর এই সিটি প্লাজা মার্কেটে ৯১১টি নকশাবহির্ভূত দোকান আছে। যার মধ্যে কিছু দোকান শৌচাগার, লিফটের জায়গা ও মানুষের হাঁটার পথে তৈরি করা হয়েছে।

আজ বেলা ১১টায় এই দোকানগুলো উচ্ছেদে অভিযান শুরু করার কথা ছিল। কিন্তু তার আগেই বিপণিবিতানের সামনের সড়কে অবস্থান নেন সংশ্লিষ্ট দোকানের মালিক ও কর্মচারীরা। তাই নির্ধারিত সময়ে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হলেও অভিযান শুরু করতে পারেননি।

সরেজমিনে দেখা যায়, ডিএসসিসির প্রধান কার্যালয় বা নগর ভবনের ঠিক উল্টোপাশে এই বিপণিবিতানটির অবস্থান। এতে তিনটি ভবন রয়েছে। এগুলো এ, বি ও সি ব্লকে ভাগ করা হয়েছে। তবে দোকানিরা এ ব্লকের নাম দিয়েছেন সিটি প্লাজা, বি ব্লকের নগর প্লাজা এবং সি ব্লকের নাম দিয়েছে জাকের সুপার মার্কেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন