শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘আল্লাহর করুণা নিয়ে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব’

পটিয়া জিরি মাদরাসায় ২দিন ব্যাপী সভা শুরু

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

আল্লামা আজিজুল হক আল মাদানী বলেছেন, মাস্ক পড়লে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে না। যাদের মধ্যে ঈমানী শক্তি আছে আল্লাহর করুণা থাকলে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। দিন দিন ঈমান আক্বিদা নষ্ট হচ্ছে বলে করোনাভাইরাসসহ বিভিন্ন ধরনের বিপদ সৃষ্টি হচ্ছে। আল্লাহ ও রাসূলের পথে আসলে এদেশের সকল মানুষ বিপদ মুক্ত হবে। 

ইসলামকে দেশে বিভিন্ন ভাবে বিকৃত করা হচ্ছে। দেশের মানুষ ইসলামের পথে নেই তাই রাসূলের পথ অনুসরণ করে ঈমান আক্বিদা রক্ষায় ইসলামের পথে নিজেকে নিয়োজিত করার জন্য সকল মুমিনের প্রতি আহবান জানান। গতকাল পটিয়া আল জামেয়াতুল আরবিয়্যাতুল ইসলামিয়া জিরি মাদরাসার ১১৪তম ২দিন ব্যাপী বার্ষিক সভায় বক্তব্য রাখতে গিয়ে আল্লামা আজিজুল হক মাদানী উপরোক্ত কথা গুলো বলেন। জিরি মাদরাসার প্রধান পরিচালক মাওলানা হাফেজ মোহাম্মদ খোবাইব এর সভাপতিত্বে সভায় ১ম দিনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা মুফতী মাহফুজুল হক, আল্লামা নজির আহমদ, আল্লামা আব্দুল হামিদ, মাওলানা মুফতি হাবিবুল ওয়াহেদ প্রমুখ।
এর আগে সকালে জামেয়া জিরি প্রাক্তন ছাত্র পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ফেনী ওলামা বাজার মাদরাসার পরিচালক আল্লামা নুরুল ইসলাম, চট্টগ্রাম ইসলামী ইউনিভার্সিটির ড. অধ্যাপক নাজমুল হক, মাওলানা নুর আহমদ সহ অনেক প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন