শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

২০২৩ সালের মধ্যে হাম-রুবেলা মুক্ত করতে পারব

নরসিংদীতে প্রেস কনফারেন্স সিভিল সার্জন

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

নরসিংদী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেছেন, সকলের সহযোগিতায় বিশেষ করে মিডিয়ার সহযোগিতায় ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুদের মাঝে টিকাদান সম্পন্ন করতে পারলে ২০২৩ সালের মধ্যে আমরা বাংলাদেশকে হাম-রুবেলা মুক্ত করতে পারবো। গতকাল বৃহস্পতিবার সকালে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে সিভিল সার্জন নুরুল ইসলাম এসব কথা বলেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সেক্রেটারী মো. মাজহারুল পারভেজ, সিনিয়র সহ-সভাপতি এ. কে ফজলুল হক, সিনিয়র সাংবাদিক বাদল কুমার সাহা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানা শহীদ সাথী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মাহবুবা সুলতানা, সাংবাদিক হলধর দাস, হুমায়ুন কবির শাহ্ প্রমুখ। উপস্থিত ছিলেন ডা. নাসিম আল ইসলাম, ডা. নজরুল ইসলাম, ডা. সাইফুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন