শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গোদাগাড়ীতে দ্বিতীয়দিনের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ৫:৫৭ পিএম

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দ্বিতীয় দিনেরমত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি ৩৫টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমুহের আয়োজনে এবং উরাও জনজাতির ১২টি রক্ষাগোলা সাংস্কৃতিক দলের অংশগ্রহণে গোগ্রাম ইউনিয়নের গুণিগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রক্ষাগোলা সংগঠনসমূহের এই বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়।

সিসিবিভিও-রাজশাহীর বাস্তবায়নে, ব্রেড ফর দি ওয়ার্ল্ড-জার্মানীর আর্থিক সহায়তায়, গোদাগাড়ী উপজেলার জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মজিবর রহমান।
উদ্বোধনী পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য শ্রী সুধির চন্দ্র উরাও, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি শ্রী অজয় মিঞ্জ, গোদাগাড়ী উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী কৃষ্ণ কুমার সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির উপদেষ্টা শ্রী প্রসেন এক্কা । সংস্থার পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ। অনুষ্ঠানের প্রথম দিনের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয় ছিল উরাও জনজাতির বিয়ে । অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন নিরঞ্জন কুজুর, রঞ্জিত সাওরীয়া ও শাহাবুদ্দিন সিহাব। সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে গুণিগ্রাম রাজাপাড়া সাংস্কৃতিক দল, ২য় হয়েছে চৌদুয়ার ও ৩য় স্থান অর্জন করে গুণিগ্রাম দক্ষিন। অনুষ্ঠানটি পরিচালনা করে সিসিবিভিওর প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম এবং তাকে সার্বিক সহায়তা করে মানিক এক্কা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন