স্টাফ রিপোর্টার : ডেসটিনি গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে দুর্নীতি দমন কমিশনের কাছে সম্পদের হিসাব দিতেই হবে। গতকাল রোববার সম্পদের হিসাব চেয়ে তাদেরকে দেওয়া নোটিশের বৈধতার ওপর দুদকের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। ডেসটিনির পক্ষে শুনানি করেন আজমালুল হোসেন কিউসি। খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, আপিল বিভাগের এই আদেশের ফলে নোটিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নিতে দুদকের জন্য আর কোনো আইনগত বাধা থাকল না। চলতি বছর ১৫ জুন দুদক রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনকে সম্পদের হিসাব দাখিলের নোটিশ দেয়। এরপর তারা হিসাব দাখিলের জন্য ১৫ দিন সময় চেয়ে আবেদন করেন।
ওই আবেদনের প্রেক্ষিতে দুদক ৭ দিন সময় দেয়। কিন্তু গত ১৪ জুলাই এই সময় পেরিয়ে গেলেও তারা সম্পদের হিসাব দেননি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন