শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

চট্টগ্রাম বন্দরের ৩৫ কোটি টাকার পৌরকর চেক হস্তান্তর চসিককে

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) পৌরকর বাবদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ৩৫ কোটি ৫৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে। গতকাল (রোববার) চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বন্দর ভবনে উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল।
বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক ধার্যকৃত পৌর করের (হোল্ডিং ট্যাক্স) পরিমাণ বার্ষিক ৩৯ কোটি ৫০ লাখ টাকা। উক্ত কর ৪ কোয়ার্টারে পরিশোধযোগ্য। পৌর কর্পোরেশন বিধি-১৯৮৬ এর বিধান মতে করদাতা অগ্রিম কর অর্থাৎ প্রথম কোয়ার্টারে পরিশোধ করলে ১০ শতাংশ রিবেট পায়। সেই হিসাবে ৩৯ কোটি ৫০ লাখ টাকার ১০ শতাংশ রিবেট বাদে ৩৫ কোটি ৫৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। প্রসঙ্গত ২০০২-০৩ থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে চসিককে ৪১৫ কোটি ২২ লাখ টাকা পৌরকর প্রদান করা হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) কমডোর জুলফিকার আজিজ, সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মোঃ জাফর আলম (যুগ্ম-সচিব), পরিচালক (প্রশাসন) সাদেকা বেগম, পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার, পরিচালক (নিরাপত্তা) লে. ক. আবদুল গাফফার, বন্দর সচিব মোঃ ওমর ফারুক, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান ও উপ-ব্যবস্থাপক (ভূমি) জিল্লুর রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন