রাজাপুর উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুর উপজেলার সর্বত্র অবিরাম ২৪ ঘণ্টা বৃষ্টির ফলে বিশখালী নদীর তীরবর্তী এলাকাসহ উপজেলার সকল বাড়ি ঘরের উঠানে হাঁটু পানিতে প্লাবিত হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের ৭৯টি গ্রাম বীজ তলা, ১০০% তলিয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে। এতো বৃষ্টি যে ঘর বাহির হওয়া অসম্ভব হওয়ায় শিক্ষার্থীরা ক্লাসে আসতে পারে নাই। ফলে স্যারেরা ক্লাস ছুটি পায়। এ দিকে ভারীবর্ষণে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সপ্তাহের খোলা তারিখে বিদ্যুৎ বিভ্রাটে অফিস আদালতের ভোগান্তি হয়েছে। বিদ্যুৎ বিভাগের এজিএম মোঃ আনসার আলী বলেন, ৩৩ কেভি লাইন গ্রীডে সমস্যা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন