শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ভয়াল ২১ আগস্টকে ঘিরে ময়মনসিংহ শহর ছাত্রলীগের উদ্যোগে স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে ৮ পৃষ্ঠার এ বইয়ের মোড়ক উন্মোচন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।
এ সময় ময়মনসিংহ শহর ছাত্রলীগের সভাপতি আব্দুলাহ আল মামুন আরিফ, কোতোয়ালী ছাত্রলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রাসেল, শহর ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন রানা, মারুফ ইয়াজদানী, রুবেল আহম্মেদ, আশিক তন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ শহর ছাত্রলীগের সভাপতি আব্দুলাহ আল মামুন আরিফের উদ্যোগে এ প্রকাশনায় ভয়াল ২১ আগস্টে স্বাধীনতাবিরোধী চক্রের হত্যাযজ্ঞ, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার অপচেষ্টার নেপথ্য, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার লেখা ‘আমার আইভি চাচী’, রক্তঝরা শোকাবহ ১৫ আগস্টের ধারাবাহিকতায় ২১ আগস্ট ট্র্যাজেডি, জজ মিয়ার গল্প বিচার নাকি অবিচার শীর্ষক গুরুত্বপূর্ণ অনেক লেখা ঠাঁই পেয়েছে।
এ প্রকাশনার মোড়ক উন্মোচন করে ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেন, ‘২১ আগস্টে মৃত্যুর জাল ছিন্ন করে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সৌভাগ্যবশত সেদিন গুলিবর্ষণ থেকেও প্রাণে বেঁচে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। দ্রæত সময়ের মধ্যে এ হত্যাযজ্ঞের খলনায়ক ও আসামিদের বিচারের ব্যবস্থা করতে হবে।’
শহর ছাত্রলীগ সভাপতি আব্দুলাহ আল মামুন আরিফ বলেন, দেশ ও জাতির ইতিহাসে এক বিভীষিকাময় কলঙ্কিত অধ্যায় ২১ আগস্ট। গোটা আগস্ট আমাদের কাছে শোকের ও বেদনার মাস হিসেবে পরিচিত।
এ মাসেই স্বপরিবারে নৃশংস হত্যাযজ্ঞের শিকার হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের দ্রæত বিচারের আওতায় এনে ফাঁসি নিশ্চিতের দাবি জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন